সোমবার, ৩০ মার্চ, ২০২০

অনুগল্প : নিখিল মিত্র ঠাকুর


            সত্যই সেলুকাশ বিচিত্র এই দেশ
                                   নিখিল মিত্র ঠাকুর


আমাদের কত যে মানুষ রাস্তা ঘাটে, ফুটপাতে, রেল স্টেশনের খোলা প্রান্তরে শুয়ে তার সঠিক গননা হিসাব সরকারের কাছেও নেই। কারো বস্ত্র একে বারেই নেই দেহে, কারো কারো লজ্জা ঢাকার মতো বস্ত্র টুকু আছে। সারাদিনে তারা যে কতো মানুষকে দাও দাও করে চেয়ে থাকে নিজেরাও দিনের শেষে হিসেব মেলাতে পারে না।
অধিকাংশ মানুষ কপালে হাত ঠেকিয়ে চলে যায়, কেউ কেউ মুখ খেচিয়ে বিরক্তি প্রকাশ করে। ভালো কেউ নেই, ভালো কেউ তাদের বাসে না। বোধহয় তাদের জীবন এই পথেয় নির্ধারিত।
কিন্তু আমরা যদি ভেবে দেখি তাহলে খুব সহজে সমস্যা সমাধান করা যায়। আমাদের দেশের লোক সংখ্যা একশো ত্রিশ কোটী। অথচ নিঃসম্বল মানুষদের সংখ্যা খুব বেশি হলে দুই থেকে তিন কোটী হবে। ব্যাপারটা আমাদেরকে পাচজনকে হয়তো তাদের একজনের দায়িত্ব নিতে হবে। খুব সহজেই এটা পালন করা যায়।
আজকাল কিছু সেচ্ছাসেবী সংগঠন এই সব হতভাগ্য মানুষদের জন্য খাদ্য, বস্ত্র বিতড়নের ব্যবস্থা করতে শুরু করেছে। এটা যে একটা শুভ প্রচেষ্টা সে বিষয়ে কারো কোন সন্দেহ থাকতে পারে না। কিন্তু এই প্রচেষ্টা প্রয়োজনের বেশ অপ্রতুল। আরো অনেক মানুষকে এগিয়ে আসতে হবে।
আমরা ভারতীয়রা জন্মগত ভাবে উদার। আমরা লুটেরা হুন, বর্গী, পাঠানদের বুকে টেনে নিয়েছি,আমরা অত্যাচারী ইংরেজদের বুকে টেনে নিয়ে শত শত বৎসর দেশ লুট করতে সাহায্য করেছি। 
আমি এখন বেশ কিছুদিন রয়েছি কোটা শহরে। সকালে একটু শীত শীত ভাবটা কমলে প্রতিদিন বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন বেড়াতে গিয়ে দেখি বিভিন্ন মানুষ দামী গাড়ির পিছনে সবুজ ঘাস নিয়ে রাস্তায় যত জায়গায় গোরু দেখতে পাচ্ছে সেখানে সেখানে দাড়িয়ে ঘাস খেতে দিয়ে যাচ্ছে। গোরু গুলো সকালে এত খাবার পাচ্ছে যে তাদের মাঠে না গেলেও সুন্দর সারাদিন চলে যাবে।
গোরু গুলোকে খাবার না দিলেও তারা মালিকের কাছে খাবার পাবেই। কিছু মানুষের মালিক খুব নিষ্ঠুর। তিনি প্রক্ষিপ্ত করার পর ভালো থাকার পথের সন্ধান সন্তানদের দেন না। যাইহোক, গোরুকে খাবার দিলে বেশি পুণ্য হয়, না নিঃস্ব মানুষদের খাবার দিলে বেশি পুণ্য হয় তা আমার জানা নেই। কিন্তু এটা জানি পথ মানুষেরা এটা দেখলে বলবে মানুষ না হয়ে গোরু হলে ভালো হতাম। আমার গ্রিক বীর আলেকজান্ডারের একটা কথা মনে পড়ছে " সত্যই সেলুকাশ বিচিত্র এই দেশ"।


৩টি মন্তব্য:

Nikhil Mitra Thakur বলেছেন...

আমি আপ্লুত আপনাদের ব্লগে আমার লেখা অনুগল্পটি প্রকাশিত হওয়ার জন্য।

Nikhil Mitra Thakur বলেছেন...

আমি আপ্লুত আপনাদের ব্লগে আমার লেখা অনুগল্পটি প্রকাশিত হওয়ার জন্য।
নিখিল মিত্র ঠাকুর

দিয়াস বলেছেন...

আমি আপ্লুত