কুহুক
শুদ্ধ ব্রত রাউত
যে যার মতো হাসবে
আর যে যার মতো বেরিয়ে যাবে
ব্যক্তিগত গরিমা মকশো করতে
ঢেউ এসে খুলে নেবে পা
তারপর ঢেউয়ের পেছন ছুটে
পায়ের কথা ভুলে তিন/দুই/এক
ফিরে যাবে গৃহহীনতায়
শুধু দেয়াল দিয়ে বেঁধে রাখলেই
শূন্যত্যাগী হয় না সব
ছাদের গায়ে বেজে উঠলেই
পুরনো আওয়াজ নিজের-
বলে মানে না শ্মশান-কোকিল
কিছু কি ছিলো কখনো?
এমন ভাবলেই তো খুলে নিতে হয়
দুর্বোধ্য হরফের ট্রাঙ্ক
কিছু কি বদলেছে আদৌ?
যা ছিলোই না তার গতি কেমন আবার!
রিক্সার চাকা!
চলমান রাস্তা;
পরক্ষণে দেখি সে স্থির আছে আগের মতো!
এ সবই কেবল আবহ বোধয়
যে জামানা পেতেছে যেমন বীর্যের মাদুর!
ঘড়ির দিকে-
তাকাতে ভালো লাগে তাই
দিনরাত মিলিয়ে অন্তত ৩/২/১ বার
কখনো বড় কাটা টা হয়ে ওঠে
ধুসর একটা T-rex
ছোট টা ব্লুয়িশ হামিংবার্ড
এমন করে কোন কিছুই আর আমি হয়ে ওঠে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন