এখনও পোড়েনি হৃদয়
সৌমিত্র চ্যাটার্জী
আজ বেদনাকে বলছো ধরতে হাত
এখনও চঞ্চল সুমেরুশীর্ষে বরফ কাঁপানো শীতঝড়
এখনও পোড়েনি হৃদয় জুড়ে সব গোলাপের অস্থিমজ্জা
হয়তো ভেঙে যাবে আজ
অনন্ত প্রতীক্ষার চিরুণী সংলাপ
আমাকে হারাতে চাও
তোমার স্পর্শে উদ্দাম ছিল দেহকোষ
রোমকূপে যখন পড়েছে ধারালো তুষারাঘাত
আমাকে ভাসাতে পেরেছো পরিপূর্ণ বিষে
সে কি আমার দোষ
পূর্ণ বাস্পে পরিনত স্মৃতির আঙুররস
ছুঁয়ে ছুঁয়ে যাও অগোছালো মন ধুপের ধোঁয়ার মত
জানালার নিচে ছাই এর মত
উড়ে বেড়ায় জমকালো শীতাতপ
মুঠো মুঠো তুষার ভরে দিয়েছো লবনাক্ত ফুসফুসে
মেঠো বাতাসের কাছে লিপিবদ্ধ আছে
দূরন্ত সব অভিযোগ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন