সোমবার, ৩০ মার্চ, ২০২০

কবিতা : অনুপ মণ্ডল


                                   হাওয়া

                                              অনুপ মণ্ডল

।।আফিম-অন্ধকারের আদলেই এখানে সঙ্গম শেখানো হয়।।/অন্ধকারে অন্ধকারে পাথর মসৃণ হয়ে ওঠে/
# # # # # # # # # # # # # # # # # # # # # # #
উল্টোদিকে একটা দুমুখ খোলা পাতি সংসার/১০২ডিগ্রি জ্বর নিয়ে/ল‍্যাম্পপোস্টে ল‍্যাম্পপোস্টে কাত হয়ে ঝুলছে/ক্লিনিক‍্যাল থার্মোমিটার ও বিজ্ঞাপনের নারী/কেবলই দুলছে/
# # # # # # # # # # # # # # # # # # # # # # #
মাঝের রাস্তাটাকে আমরা সংকটকাল বলি/কেউকেউ বলে প্রণবদা বা মদনবাবু কেউ বলে হাওয়া/একটু খুঁড়িয়েখুঁড়িয়ে চলা একটু লব্ধকাম/হাওয়ার ভালো আছে হাওয়া মন্দও হয়/আবহাওয়া দপ্তরের সদর দরজা বন্ধ হয়ে গেলে/যে কোনও দিকেই মুখ করে মোরগ ডেকে উঠতে পারে।

কোন মন্তব্য নেই: