বৃষ্টি আসা মেঘে
নিত্য রঞ্জন মণ্ডল
সুদূরের চলন্ত ট্রেনে তোমারে দেখেছি
ভালোবাসার মানে এই হয় না কি
সদ্য সকালে ঝুরে পড়া গোলাপের শিশিরে
ভেজা পাপড়ি, শূণ্যতা উঠান ;
কেউ নেই, শূণ্যতার ডাকে
ভাঙা জানলা চৌকাঠ, দু' টি চোখ চেয়ে থাকে ;
বৃষ্টি আসা মেঘে
আমার বিছানার চাদর ভিজে গেছে
রাতের গভীর আঁধারে গায়ে সেই ছেঁড়া কাঁথা
আজ আর গন্ধ পাই না
আমার সেই ভাঙা ঘর নেই
ভাড়া ঘরে থাকি --- কত কথা মুখে মুখে,
ভাড়া দিতে দেরি হলে জীবনের স্রোতে টেনে নিয়ে যায়
বাড়ীর মালিকের মৃত্যুর মত চোখ রাঙানি
আমি শুধু জীবন্ত ভাবে দেখেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন