হৃদয়ের চুপ কথা
বিকাশ চন্দ
দু'হাতের তালুতে রেখেছি কুঁড়ি মুখ
তখনও রাত্রি আসেনি নীল ঘুম সাথে
জল স্থল জুড়ে তখন ভবঘুরে সন্ধি কাল
এখন অকাল বৈশাখী ধূলো ঝড়
এভাবেই ভিজতে ভিজতে
কখন যেন উঠে আসে আদিম সভ্যতা।
#
পৃথিবীর জন্ম কালই জানে কেবল বৃষ্টির ইতিকথা
কি মায়াবী প্রেম কথা পরকিয়া মুখো মুখি
মুগ্ধতায় প্রাচীন কলাপ হায় বৈশাখী ঝড়
অদ্ভূত ছিল ঠোঁট জুড়ে চুম্বন পিপাসা
সমূহ অস্তিত্ব জুড়ে ভেসে যায় বৃষ্টি জল
হয়তো বা আমার জন্ম কাল ভেসে গেছে কবে
কেবল কিছু সময় এদিক ওদিক
হঠাৎ বিচ্ছিন্ন শরীর হিসেব হীন
রক্ত মাংস জল কাদা মাটি
কোথাও বা আমার চেনা মুখ গুলি বোবা হয়ে গেছে
কেবল চোখগুলো নিষ্পলক পাষান মূর্তি যেন
কিছু থাকে ছদ্মবেশী মানুষ প্রার্থনারত এই পোড়া দেশে।
#
জল নদী সাগর জানে শব্দ উত্তাল কলরোল
সহজাত চুম্বন কাল বারুদ গন্ধী শ্বাস
কেবল শুনি প্রতিধ্বনি পাশাপাশি হৃদয়ের চুপ কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন