মুখগুলো
বদরুদ্দোজা শেখু
মুখগুলো ক্ষতবিক্ষত
মুখগুলো ভয়ার্ত সন্ত্রস্ত বিধ্বস্ত
মুখগুলো বিপন্ন আতঙ্কগ্রস্ত
মুখগুলো আর্তনাদ করছে , প্রাণভয়ে
চীৎকার করছে ,আপ্রাণ প্রাণভিক্ষা করছে
মুখগুলো পুড়ে যাচ্ছে
পুড়ে যাচ্ছে ঘরবাড়ি বস্তি বাজার , পুড়ে যাচ্ছে ,জ্বলে'পুড়ে' সব খাক হ'য়ে যাচ্ছে
ভয়ঙ্কর লুঠপাট খুন ধর্ষণ হিংসার অট্টহাসির
ভিতর
মুখগুলো বীভৎস করুণ কদাকার
মুখগুলো নিরাশ্রয়
মুখগুলো নিরপরাধ
মুখগুলো রিক্ত নাচার হতভাগ্য
মুখগুলো মানুষের
মুখগুলো কোনো মুখোশ নয়
মানুষ শুধু মানুষ পুড়ছে
আবালবৃদ্ধবনিতা পুড়ছে
জ্বলে'পুড়ে' ছাই হচ্ছে
পুড়ছে সভ্যতা , পুড়ছে মানবতা
পুড়ছে সম্প্রীতি, পুড়ছে সমাজ !
মুখগুলো ক্যানভাস
সারি সারি শুধু জ্বলন্ত মুখ
কাঁপছে কাঁপছে আর কাঁপছে
দাউ দাউ ক'রে জ্বলছে সংবাদ
যুদ্ধে দাঙ্গায় হিংসায় সন্ত্রাসে
পুড়ছে সভ্যতা, ভয় ও ভিক্ষায়
পুড়ছে মানবতা, দায়হীন
দীক্ষাহীন দাক্ষিণ্যহীন
পুড়ছে না বিবেক খুনে' রাষ্ট্রশক্তির
কিংবা তার খুনে' সাঙাৎকুলের,
ফুলের মতোন মুখগুলো
পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে
যার জন্য আদৌ তারা দায়ী নয় ,
ভয় চারিপাশে শুধু দমবন্ধ ভয় - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন