এ ছাদ ও ছাদ পায়চারি করে রোদ।
বাডির উঠানে চুল খুলে বসে নদী
বিস্মৃতিতে এটাই ভুলে গেছি
শেষবার কবে কেঁদেছিল হৃদি ,
ঘনিয়ে এসেছে মনের নিম্নচাপ
জ্বর মেপে নেয় কপালের উত্তাপ,
মন বুঝে নেয় নির্বাক সংলাপ।
মেঘ চলে যায় পাশের পাড়ার দিকে
গান শোনায় অভিমানী সন্ন্যাসী।
আমি আজও হেঁটে পার হয়ে যাই কত শত
অভিশাপ রাশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন