সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কবিতা : অনুশ্রীতা বিশ্বাস

  
   প্রভাতী সুরের গানের  দোলায় -
               
   আকাশ ভরা সূর্যের হাসির মতো 
   তোমার আমার জীবনে আগমন। 

   আগমন টা ছিল সন্ধ্যা। 
   সূর্যের আলো রশ্মি যখন আমাকে দাহ করছে 
   তুমি চন্দ্রিমার প্রেমময় আগমন  ঘটালে। 

   তুমি শুধু তোমার বলো নি? 
   তুমি  আমাদের বুঝিয়েছ। 
   তুমি তুলি দিয়ে   - 
   আমার ফাঁকা ক্যানভাসে 
   রঙের বর্ষণ করেছ ।

   হৃদয়ের ক্ষুদা তুমি জাগিয়াছো। 
   প্রেমিকস্বতা তুমি -
   প্রেমিকার আত্মঅহংকার  দাতা। 

   পিপাসিত ওষ্ঠে তুমি    -
   নীলকণ্ঠের মতো পতি পরমেশ্বর। 

   মানবী আমি তোমার তৃষ্ণায়ে  তৃষ্ণার্থ। 

   হৃদয়ের বৈশাখী জোছনার তুমি --
   কালবৈশাখী। 

কোন মন্তব্য নেই: