সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কবিতা : অরুণাভ নিয়োগী


   নিজেকে গলিয়ে নিই জামার ভিতর 
   আকন্ঠ গিলে নিই তোমার উপদেশ 
   হাঁটতে হাঁটতে হাঁটুকে ছুঁয়ে কথা বলি চৌরাস্তায়। 

   যেভাবে খালে ভিজে গেছে আমাদের শৈশব 
  সেভাবেই ডুবতে দেখে জলকে আপন করেছে 
  একা একা মজে যাওয়া নদী। 

   বাঁধানো স্নানের ঘাট যেভাবে বর্ষায় ভেসে গেছে
  সেভাবেই ভাসতে ভাসতে একটা আস্ত নদী 
  আমার হাতের তালুতে মাথা রেখেছে ! 

      

কোন মন্তব্য নেই: