সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কবিতা : সৌরভ মান্না


আর কিছু ভাঙা অসম্ভব -
ভাঙতে-ভাঙতে,গড়ার প্রক্রিয়াটাই 
অবাধে লুপ্ত হয়েছে ;
প্রতিদিন যেন রক্তপান করে চলেছি !
তোমাদের ক্ষোভ,ক্রোধ,বিরহ,বিচ্ছেদ ,
লাল চোখ রাঙানী 
এসবের নির্দয় অশিক্ষায় ,বেঁধোনা -
কিছু ভাইরাসহীন ভালোবাসায় 
কটাদিন নয়,নির্মোহে বেঁচে থাকি।

কোন মন্তব্য নেই: