বসন্তের ছোঁয়ায় পাততাড়ি গুণি এবেলা ওবেলা
নজরবন্দি পলাশ শিমূল
নৈঃশব্দের বাতাবরণ ভেঙে বেরিয়ে আসে এক মায়াবী মুখ
অস্থিরতা তার শরীর জুড়ে
তার চোখের কোণে স্নান সারে খরস্রোতা নদী ।।
অস্বচ্ছ ভাবনায় ভাঙি ছবির দেয়াল
আগুনে পোড়াই সমস্ত অনুভূতি
তবু দেখি তার অনর্থক ফেরার পথে আমার অসম্ভব ব্যাকুলতা
নিজের অস্তিত্ব অনুভব করি
এক বিশাল ময়াল মৃত্যুকোষ গিলে খায় নিরবধি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন