রোদের জন্য
ডঃ রমলা মুখার্জী
রোদ্দুর হয়ে এসেছিলে জীবনে
কিন্তু অভিমানের কাল মেঘ তোমাকে গ্রাস করল।
একদিন অবিশ্রান্ত বৃষ্টিতে কাকভেজা হয়ে বাড়ি এসে দেখি তুমি নেই।
সুইসাইড নোটে লেখা,"কারও ওপর কোনো রাগ নেই আমার "।
ঝলমলে রোদকে তো কখনও আপ্যায়ন করিনি।
অনাদরে, অবহেলায় সোনালী ম্লান হয়েছে ক্রমশ....
অপমানের আঁধার বুকে সে আজ আলোর উৎস সন্ধানে....
মুখ থুবড়ে আমার বর্তমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন