প্রেমের ছোঁয়া
ফাল্গুনী চট্টোপাধ্যায়
প্রেমের নেই কোন সময় অসময়,
সবেতেই বাঁধা তার নিশ্চিত জয়।
মানেনা কোন সে জাত পাত,
বয়সের পার্থক্যে নেই তার হাত ।
বিভাজন নেই তার সচ্ছল,অসচ্ছলতার,
রূপ দেখে কখনই করেনা বিচার।
চাই তার দুটি হৃদয়ের সংযোগ,
প্রেমে বুঁদ হয়ে করুক উপভোগ ।
প্রেম ছাড়া জীবন বড় অর্থহীন,
এর ছোঁয়া পায় যে, দুচোখ স্বপ্নে রঙিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন