অবশেষে প্রেম আসে
বর্ণালী দত্ত
প্রেম হোক।
দুরের ঘরের অন্ধ জানালায় -আলো পরুক।
বেদনাচিহ্নিত এই কুটিররেও কেউ ভালোবাসুক।
দুচোখের নেশায় এখন বিষ,
প্রেম আসে, তা চরনে দান করা হয়না।
শুধু জ্যোৎস্নার নিভে আসা আলোয়-
এগিয়ে এসে মিশে যায় শরীর,
মৃদু কাপড়ের আবরন নেশাতে অদৃশ্য হয়ে-
তৃষ্ণার্ত ঠোঁট মিলে যায়।
ক্রমে বিছানার মায়াজাল তোলপার করে দুটি দেহ।
আলিঙ্গন দিয়ে শুরু :আবার আলিঙ্গনেই শেষ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন