না বলা অথবা
ঋভু চট্টোপাধ্যায়
এভাবে বুকের অগুন জ্বালাতে পারিস
যেভাবে তুলি ক্যানভাস জুড়ে থাকে
একটা গহিন বন্য নদীর ধারে
যেভাবে হাজার স্বপ্ন ধরে রাখে।
এভাবে কেউ পাগল হতে পারে
যেভাবে মেঘ আকাশকে রাখে ফন্দি
কাউকে ছুঁয়ে যাযাবর হতে পারি
আমিও তো সেই উদাসীন স্রোতে বন্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন