অন্ধকার
প্রতিমা ভট্টাচার্য্য মন্ডল
নিশুতি শব্দহীন রাতে
একলা জেগে থাকি ।
বিশ্বচরাচর মনে হয়
অতল গভীর ঘুমে মগ্ন।
কোথাও একটু শব্দ হলে,
মনের মাঝে ভয় দানা বাধে।
কি জানি কিসের ভয়,
অন্ধকারের অজানা রহস্য
ভেদকরা যায় না তা ।
তবুও আমরা ভয় পায়,
ব্যাখ্যাহীন অজানা ভয়।
রাতের অন্ধকারে একলা ঘরে
মন যে কতকথা বলে,
নিজের সাথেই নিজে।
তখন মনে হয়,
আমি আর আমার মন
যেন অন্তরঙ্গ দুই বন্ধু।
দুজনের দুই শত্তা ,
মিলে মিশে এক হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন