হাতটা ধরিস
বিশ্বজিৎ হালদার
স্মৃতির ব্যালকনি থেকে, পুরনো পৃথিবীটা দেখছি-কৃষ্ণচূড়ার বর্ষা ভেজা বকুলের ঘ্রাণে ,না
সুবাসে আমার অলিন্দ।
পড়ন্ত বিকেল বেলা, আচমকা ঘুম ভাঙ্গে ইরাবতীর ডাকে।সময়ের কোন বাঁধন নেই , তোর আবদারে,মাঝে মাঝে সখের যাযাবর হয়ে ওঠা।হাজার দুঃখের মধ্যে আজও খুঁজি, ডাইরির প্রতিটি অক্ষরে,একদুয়ারে নাইবা হলাম অতিথি সুযোগ পেলে হাতটা ধরিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন