বৃষ্টি ভেজা রাত
রাণা চ্যাটার্জী
"অঝোর ধারায় বৃষ্টি!
একি কান্ড তাবলে এভাবে ভিজবি!?"
ডুবল রাস্তা।সামনে পরীক্ষা এদিকে লোডশেডিংয়ের বহর ! দূর ছাই এভাবে পড়াশোনা হয়-আক্ষেপ।
এলো লাইট, বাজছে মধ্যরাত্রির ঢং ঢং ঘন্টা।
থৈ থৈ পুকুর,ব্যাঙের ডাক,অদ্ভুত মাদকতার ব্যালকনি, ল্যাম্পে ঘনীভূত বাষ্প।
খস খস শব্দ !ওরে বাবা এ কি!টর্চ জ্বালিয়ে দেখি,পরিত্যক্ত ঝুপড়িতে কে যেন সেঁধিয়ে!
"এই ওঠ, আয় বারান্দায়,নির্ঘাত নিউমোনিয়া!"
ঘুম ভাঙতেই ভোরে এক দৌড়ে নিচে।কি করছে ছেলেটা একবার দেখে আসি বলে গিয়েই থমকে।
এ কি !তালাবন্ধ বারান্দা ! স্বপ্ন ছিল?
অসহায় মানুষের কত কষ্ট ,আমরা চোখ থাকতেও আত্মসুখী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন