ব্যাকওয়ার্ড
সহেলি দেব
একতারাতে তুষ্ট হওয়া বরফ পুষ্ট নদীর
সন্ধ্যা আবেগ উল্কা স্রোতে গলছে দরদীর...
মুগ্ধ চোখে দেখছি, শুধু হৃদয় তখনও কাঁপা
তোমার পাড়িয়ে যাওয়া ফুলই; আমার কনকচাঁপা!
তবু তোমার ফেলে আসা জিভে; রয়ে গেছে প্রায়শ্চিত্ত-
এ যুগে দিব্যিরা বড়ই দুর্বল তবু বহুল প্রচলিত।
জোনাকি মিশ্রিত হৃদ বুকের কোনও প্রথায়...
জেনে রাখো মেহবুব সাজিয়েছে ফুল লতায়পাতায়।
হাতে হাত রেখে আলো আঁধারির কোনও সন্ধ্যায়
ভালোবাসার গভীরে; প্রবলতম বুকের অধ্যায়...
তারপর বহুদিন পেন্সিলের দাগ মুছে নিয়ে সিলেটে-
কিছু অক্ষত স্মৃতিদের ভুলিয়ে দিতে দিতে...
পালটে যায় রঙ, পালটে যায় মন ছদ্মবেশী হতে হতে
তবে তুমিও আস্থা রেখো মূল্যহীন ফেরতের...
সন্ধ্যা আবেগ উল্কা স্রোতে গলছে দরদীর...
মুগ্ধ চোখে দেখছি, শুধু হৃদয় তখনও কাঁপা
তোমার পাড়িয়ে যাওয়া ফুলই; আমার কনকচাঁপা!
তবু তোমার ফেলে আসা জিভে; রয়ে গেছে প্রায়শ্চিত্ত-
এ যুগে দিব্যিরা বড়ই দুর্বল তবু বহুল প্রচলিত।
জোনাকি মিশ্রিত হৃদ বুকের কোনও প্রথায়...
জেনে রাখো মেহবুব সাজিয়েছে ফুল লতায়পাতায়।
হাতে হাত রেখে আলো আঁধারির কোনও সন্ধ্যায়
ভালোবাসার গভীরে; প্রবলতম বুকের অধ্যায়...
তারপর বহুদিন পেন্সিলের দাগ মুছে নিয়ে সিলেটে-
কিছু অক্ষত স্মৃতিদের ভুলিয়ে দিতে দিতে...
পালটে যায় রঙ, পালটে যায় মন ছদ্মবেশী হতে হতে
তবে তুমিও আস্থা রেখো মূল্যহীন ফেরতের...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন