মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০


                                 ডাইমেনশন  

                                  অনুপ মণ্ডল
      
 অন্তর্ঘাতের ফিসফিসানি।নদীনালা;গুহা ও পর্বত
চরে বেড়ানো হাঁস ও হাঁসুলীর প্রতিক্রিয়াশীল উঠোন
লতিয়ে বাড়ছে টালির চালে লাউয়ের ডগা ও প্রহেলিকা
আমোদে আছে আহ্লাদে আছে,আহ্লাদীর মা দিদিশাশুড়ি
                                                   কেবল আমিই শুধু
দড়ির ক্ষতমুখ আগুন আক্রান্ত থুতুর দিকে ছুঁড়ে দিয়ে
                       অপর প্রান্ত ষট্ চক্রে বসিয়ে রেখেছি
                         ডাইমেনশন হারানো গুহাবাসী জীবন
পাথরের খাঁজে ছায়াপুরুষ হয়ে শুয়ে থাকি,কাক ডাকে
ভরদুপুরে মিথিলার বন‍্যা;ম‍্যামথ শিকারের উল্লাস ধ্বনি
               পাথরের গায়ে আঁকিবুকি কাটি,বানিয়ে নিই
     শেয়ালচতুর্দশীর বোধগম‍্য সহস্রাধিক চোখ ও এক
সময়রূপ চতুর্থ মাত্রা উদ্ধারকারি ইতিহাসের দ্বান্দ্বিক রমণী

কোন মন্তব্য নেই: