করমর্দন
বদরুদ্দোজা শেখু
হাত মেলাই। হাত ধরি।
হাত ধরি উষ্ণতার জন্য। সদিচ্ছার জন্য।
বিশ্বাসের জন্য। আস্থার জন্য। বন্ধুত্ত্বের জন্য।
অন্য কোনো অজুহাত নাই , লক্ষ্য বা
উপলক্ষ্য নাই ।অভিসন্ধি নাই।অপবুদ্ধি নাই।
হাত ধরি। করমর্দন করি।
শুভেচ্ছা দেওয়ার জন্য। সৌজন্য
জ্ঞাপন করার জন্য। সাক্ষাৎকে
সুন্দর করার জন্য। সম্মিলনকে
নন্দিত করার জন্য। পরিপার্শ্বকে
স্বচ্ছন্দ সহজ আর অনুকূল করার জন্য। সখ্যতার
বোধকে জাগ্রত করার জন্য , অন্যতাকে
দূর করার জন্য , দূরত্ত্বকে নৈকট্য -গ্রথিত
করার জন্য , শিষ্টাচারকে সম্পৃক্ত
রাখার জন্য, আর আনন্দের আবহ রাখার জন্য।
এর মধ্যে অন্য কোনো
ব্যাখ্যা বা অপব্যাখ্যা যদি কেউ করে
অন্য কোনো সম্পর্ক যদি কেউ ধরে
অন্য কোনো গন্ধ যদি শুঁকে
অথবা অন্য কোনো দুষ্ট ছায়া দ্যাখে
তাকে কখনোই মিত্র বলতে পারবো না ,
বরং বলবো তাকে ঔদার্যের গুপ্তচর,
আনন্দের হন্তারক, অনাস্থার তল্পিবাহক ।।
হাত ধরি উষ্ণতার জন্য। সদিচ্ছার জন্য।
বিশ্বাসের জন্য। আস্থার জন্য। বন্ধুত্ত্বের জন্য।
অন্য কোনো অজুহাত নাই , লক্ষ্য বা
উপলক্ষ্য নাই ।অভিসন্ধি নাই।অপবুদ্ধি নাই।
হাত ধরি। করমর্দন করি।
শুভেচ্ছা দেওয়ার জন্য। সৌজন্য
জ্ঞাপন করার জন্য। সাক্ষাৎকে
সুন্দর করার জন্য। সম্মিলনকে
নন্দিত করার জন্য। পরিপার্শ্বকে
স্বচ্ছন্দ সহজ আর অনুকূল করার জন্য। সখ্যতার
বোধকে জাগ্রত করার জন্য , অন্যতাকে
দূর করার জন্য , দূরত্ত্বকে নৈকট্য -গ্রথিত
করার জন্য , শিষ্টাচারকে সম্পৃক্ত
রাখার জন্য, আর আনন্দের আবহ রাখার জন্য।
এর মধ্যে অন্য কোনো
ব্যাখ্যা বা অপব্যাখ্যা যদি কেউ করে
অন্য কোনো সম্পর্ক যদি কেউ ধরে
অন্য কোনো গন্ধ যদি শুঁকে
অথবা অন্য কোনো দুষ্ট ছায়া দ্যাখে
তাকে কখনোই মিত্র বলতে পারবো না ,
বরং বলবো তাকে ঔদার্যের গুপ্তচর,
আনন্দের হন্তারক, অনাস্থার তল্পিবাহক ।।
1 টি মন্তব্য:
বন্ধুগন/ পাঠক -পাঠিকা বৃন্দ , আমার কবিতাটিতে মতামত দিন
একটি মন্তব্য পোস্ট করুন