শেষ অংক
বিমল মণ্ডল
অমাবস্যায় ব্যর্থ চাঁদ শুয়ে
অন্ধকার নামে তোমার উঠানে
মন ঢাকো নিরবধি
যন্ত্রণা তারাদের মাঝে
তবুও হেঁটে যাও
অনবদ্য এক শব্দময়তায়
সারারাত আকাশ আকাশের বিলোল প্রাসাদে
স্বপ্নের জগতে মজেছে চাঁদ
তুমিও পরিচ্ছন্ন ভোরে
চাঁদে আগুনের
শেষঅঙ্ক দেখে গেলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন