সরল বর্গীয় শব্দসমূহ
সায়ন্তিনী হোড়
সায়ন্তিনী হোড়
ঘাসের ক্লিভেজ ছুঁয়ে যাওয়ার সময়
আকাশ ও অধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরী হয়
আকাশ ও অধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরী হয়
ঠোঁট গলে পড়লে
বুদবুদের গায়ে চুমুর চিহ্ন এঁকে দিই
পাখির পালকের শব্দচুর
আমার নথ ভেঙে দেয়,
বুদবুদের গায়ে চুমুর চিহ্ন এঁকে দিই
পাখির পালকের শব্দচুর
আমার নথ ভেঙে দেয়,
তখন এক একটা নগ্ন অভিধানের সাথে
সম্পর্ক ছিন্ন হতে থাকে সরলবর্গীয় শব্দের
সম্পর্ক ছিন্ন হতে থাকে সরলবর্গীয় শব্দের
লুপ্তপ্রায় আকাশের গলায় ভেসে ওঠে
অভিযোগের আঙুল
দূরত্ব : অভিমানের ঠোঁট : শূন্যতা
অভিযোগের আঙুল
দূরত্ব : অভিমানের ঠোঁট : শূন্যতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন