অস্থির স্নায়ুযুদ্ধরা
রাহুল গাঙ্গুলি
রাহুল গাঙ্গুলি
নদীটা চলছিল।থেমে গেলো হঠাৎ _____
স্নান করছিলো যারা
আচমনীয় রীতিনীতি থেকে ভাঙা সেতু
ছটফট্ ছটফট্।লালরঙ চিরকালই হিংসুটে
স্নানঘাট মনোরঞ্জন ~ ১লা মানুষ
নাহ।মানুষ নয় মহিলা
নাহ।মহিলা নয় মা
নাহ।মা নয় ~ ম-ম গন্ধের থ্যাঁতলানো যোনি
পুড়ে যাওয়ার শোধবোধ
নখের এক্কাদোক্কায় স্বয়ংক্রিয় ডিটোনেটর্
লুকিয়ে থাকা শেকড় ঘটায় বিস্ফারণ
নাহ।এটা ২০২০ নয়
বরং ~ ২০৫০ সাল।ঘটছে।ঘটবে এবং ঘটবেই
তার নামও প্রমীলা
স্নান করছিলো যারা
আচমনীয় রীতিনীতি থেকে ভাঙা সেতু
ছটফট্ ছটফট্।লালরঙ চিরকালই হিংসুটে
স্নানঘাট মনোরঞ্জন ~ ১লা মানুষ
নাহ।মানুষ নয় মহিলা
নাহ।মহিলা নয় মা
নাহ।মা নয় ~ ম-ম গন্ধের থ্যাঁতলানো যোনি
পুড়ে যাওয়ার শোধবোধ
নখের এক্কাদোক্কায় স্বয়ংক্রিয় ডিটোনেটর্
লুকিয়ে থাকা শেকড় ঘটায় বিস্ফারণ
নাহ।এটা ২০২০ নয়
বরং ~ ২০৫০ সাল।ঘটছে।ঘটবে এবং ঘটবেই
তার নামও প্রমীলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন