একটি অন্ধকারের বিস্মরণ
দেবব্রত রায়
দেবব্রত রায়
নিরস্ত্র তুমিও ছিলে
অথচ,মাংসাশী, ক্ষিপ্র এবং চতুর।
( জংলি-চিতা--- শেয়ালের মতো)
সেই ভীতি আজও নিরব হরিণ-চোখে!
একটি আগুন-ফুলকি-র
ব্যবধান-ই তোমাকে শিখিয়েছিল
দ্রুত পরিবর্তনের একমাত্র
সমার্থক শব্দ
(অথচ),চরম-পরিস্থিতিতেও তুমি
কোনোকিছুর-ই সঠিক ব্যবহার
শিখলে না এমনকি,ভুল-ও না!অপ-
ব্যবহারে এখন শধু-ই একটি অন্ধকারের বিস্মরণ!
অথচ,মাংসাশী, ক্ষিপ্র এবং চতুর।
( জংলি-চিতা--- শেয়ালের মতো)
সেই ভীতি আজও নিরব হরিণ-চোখে!
একটি আগুন-ফুলকি-র
ব্যবধান-ই তোমাকে শিখিয়েছিল
দ্রুত পরিবর্তনের একমাত্র
সমার্থক শব্দ
(অথচ),চরম-পরিস্থিতিতেও তুমি
কোনোকিছুর-ই সঠিক ব্যবহার
শিখলে না এমনকি,ভুল-ও না!অপ-
ব্যবহারে এখন শধু-ই একটি অন্ধকারের বিস্মরণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন