নখের আঁচড়
অনুপম চক্রবর্তী
রোদ স্নানে বিকেল উদাসী হয়
ভেতরের গন্ধ বাস্প জুরে ,
ফুরিয়ে আসে সব সমান্তরাল ।
প্রতিটি সম্ভাবনার গা ঘেঁসে
অনেক ভাঙচুর থাকে -
নিয়ম মাফিক আলাপচারিতায় ।
আঁচলের শূন্যতায় বাঁধা টুকরো
মাংসাশী আবেগের মত ,
নখের আঁচড়ে ক্ষত হয় অন্ধকার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন