বহুগামী
সৌরভ বর্ধন
সৌরভ বর্ধন
শীতকালে শুধু পায়ের পাতা
ডোবাতে পারবে ভেবে হাত বাড়াও
ওই আগুনও ধোঁয়ায় উড়বে কিছু পাখি
তাদের কি বাসা নেই
নাকি গিলেছে সবই কৃষ্ণগহ্বর
এসময় তারাদের ঠোঁট পুড়ে গ্যাছে ভেবে
হাত বাড়াও
কোথাও মরু গোলাপ নেই , কিচ্ছু নেই ভেবে
হাতের আলনায় সাজিয়ে রাখো মাংসমজ্জা
ধমনী লোম আদর করো
ডোবাতে পারবে ভেবে হাত বাড়াও
ওই আগুনও ধোঁয়ায় উড়বে কিছু পাখি
তাদের কি বাসা নেই
নাকি গিলেছে সবই কৃষ্ণগহ্বর
এসময় তারাদের ঠোঁট পুড়ে গ্যাছে ভেবে
হাত বাড়াও
কোথাও মরু গোলাপ নেই , কিচ্ছু নেই ভেবে
হাতের আলনায় সাজিয়ে রাখো মাংসমজ্জা
ধমনী লোম আদর করো
এই আদর-কফিনে
শেষ পেরেক পুঁতবে দাঁত ও তার সহযোগীরা
আমি অপেক্ষা করো
তুমি হাত বাড়াচ্ছি গরম বুকে, এখন শীতকাল
শীতকাল বহুগামী হতে চায় না, আমিও তাই
চেয়ে চেয়ে আজ আমাকেও উদভ্রান্ত বলা যায়
শেষ পেরেক পুঁতবে দাঁত ও তার সহযোগীরা
আমি অপেক্ষা করো
তুমি হাত বাড়াচ্ছি গরম বুকে, এখন শীতকাল
শীতকাল বহুগামী হতে চায় না, আমিও তাই
চেয়ে চেয়ে আজ আমাকেও উদভ্রান্ত বলা যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন