অনুপ মণ্ডল
হ্রসস্বর
ডাকিনি তন্ত্রের ললন্তিকা স্তনকলায় বিষ ছিল না,দুঃখও ঝরেনি
অল্প জলে আঁশটে গন্ধের মতো মদ বসেছিল হাঁটু মুড়ে
রোদের উঠোনে ভালোবাসা উলকো মাছের মতো লাফায়
তোমার রচিত দুপুরের নির্জনতা ভালো করেই চিনে নিয়েছি
অল্প জলে আঁশটে গন্ধের মতো মদ বসেছিল হাঁটু মুড়ে
রোদের উঠোনে ভালোবাসা উলকো মাছের মতো লাফায়
তোমার রচিত দুপুরের নির্জনতা ভালো করেই চিনে নিয়েছি
পাড়ার কনিষ্ঠতম বেশ্যাকেও
আমি তার মায়ের কথা জিজ্ঞেস করতে লজ্জা পেয়েছি।জানি
আমারই মতো তারও একটা উল্টো জামা পরা মহাকাশ আছে।
বিবাহ
আমারই মতো তারও একটা উল্টো জামা পরা মহাকাশ আছে।
বিবাহ
অতিরিক্ত নীলের আকাঙ্ক্ষায় আপনা থেকে সেেও কাছে আসেে
আয়নার মতো ভালোবাসা হয়।আপন মনে কথা বলে স্বচ্ছতা
আয়নার মতো ভালোবাসা হয়।আপন মনে কথা বলে স্বচ্ছতা
ক্রমে আলো নিভে আসে
অন্ধত্ব সম্পূর্ণ হয়ে এলে একদিন বিবাহ উৎসব
একদিন কথাকলি কলাবৃত্ত তো আর একদিন
সব আলো নিভিয়ে চিিরচেনা মহাকাশের পরিক্রমণশীল ঝড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন