মর্ম
দেবাশীষ তেওয়ারি
এক মুঠো বিশ্রাম অবস্থান করে আছে সরলরেখায়
সিঁথির থেকে বয়ে চলেছে অন্ধকারের দিকে
আমি ধারাপাত আটকাতে জানি না
জানি না শহরের সঠিক সর্বনাম
এখান থেকে পৃথিবী অনেক দূর
হারিকেন নিভিয়ে দিলে অন্ধকারের বাহুতে-
ফাটা দাগ হু হু করে মাথা উঁচিয়ে হাসছে
কিছুক্ষণ পর ছড়িয়ে যাবে শরীরের সমস্ত সীমানায়
ঠোঁটের কোণে তখন ভিজতে থাকে বেনামি কাব্যেরা
ছায়া গুলো মূর্তি হয়ে যাক
সেভাবে আমি তলিয়ে যাব,ছায়াদের প্রতিযোগিতায়.....
যেভাবে কবরের কাছে সুখ রেখে যায় বিষণ্ণ মানুষ ।
সিঁথির থেকে বয়ে চলেছে অন্ধকারের দিকে
আমি ধারাপাত আটকাতে জানি না
জানি না শহরের সঠিক সর্বনাম
এখান থেকে পৃথিবী অনেক দূর
হারিকেন নিভিয়ে দিলে অন্ধকারের বাহুতে-
ফাটা দাগ হু হু করে মাথা উঁচিয়ে হাসছে
কিছুক্ষণ পর ছড়িয়ে যাবে শরীরের সমস্ত সীমানায়
ঠোঁটের কোণে তখন ভিজতে থাকে বেনামি কাব্যেরা
ছায়া গুলো মূর্তি হয়ে যাক
সেভাবে আমি তলিয়ে যাব,ছায়াদের প্রতিযোগিতায়.....
যেভাবে কবরের কাছে সুখ রেখে যায় বিষণ্ণ মানুষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন