জবাবি খাম
দেবযানি বসু
দেবযানি বসু
পুরানো আমলের বক্ষবন্ধনী প্রজাপতি আজ
জল থেকে তরঙ্গ তুলে নেবার আনন্দছবি
রক্তের বুদ্বুদ বেলুনের ত্বক শুষে নেয় জেনে রেখো
আমরা সকাল বিকাল অসুখ চিবিয়ে খাই
ডাকঘরের লকগেট ভেঙে চিঠিগুলো প্রজাপতি হল
শুঁয়োপোকার সঙ্গে সঙ্গমে মত্ত ছিল চিঠিরা একসময়
লেস রাখি পুঁতি বসাই কলমে সেলাই করি প্রভা
কাউকে ভুলি না বাতিল করি নি তাও উড়ে যায় পতঙ্গ।
জল থেকে তরঙ্গ তুলে নেবার আনন্দছবি
রক্তের বুদ্বুদ বেলুনের ত্বক শুষে নেয় জেনে রেখো
আমরা সকাল বিকাল অসুখ চিবিয়ে খাই
ডাকঘরের লকগেট ভেঙে চিঠিগুলো প্রজাপতি হল
শুঁয়োপোকার সঙ্গে সঙ্গমে মত্ত ছিল চিঠিরা একসময়
লেস রাখি পুঁতি বসাই কলমে সেলাই করি প্রভা
কাউকে ভুলি না বাতিল করি নি তাও উড়ে যায় পতঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন