দীর্ঘ বিষাদ শেষে
অনুপম চক্রবর্তী
দীর্ঘ বিষাদ শেষে পড়ে থাকে
পৃথিবীর শেষ আবাহন
রাত্রি নিবিড় হয়
আকাশে বিষ্ময়ের চাঁদ
চেয়ে থাকে পাড় ভাঙা দূরত্বের মত
দীর্ঘ বিকেল শেষে ঘুমের আলাপ
আঙুলে শ্রাবণ নামে
টুপটাপ আদরের গায়ে
পেরিয়ে বাঁকের পরে বাঁক
মুগ্ধতা খুঁজে যায়
কোন এক দীর্ঘ জীবনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন