এক আকাশ নীল রং
কুনাল গোস্বামী
আবারও কি ফিরে পাওয়া যায় কবিতা
স্পর্শ করে প্রেমিকার কম্পিত ঠোঁট, পাঠিকার নরম হাত?
যাক্ যা গেছে চলে
এক আকাশ নীল রঙ শুধু থাক আমারই তবে।
প্রেমরসে যে কবি খুঁজেছিলে তুমি
সে কবি হারিয়ে গেছে গাঢ় অন্ধকারে ছায়াদের মতো
উতফুল্ল জীবন স্রোতে গা ভাসিয়ে দিতে পারিনি বলে
আজও আমার কবিতায় নিদ্রাহীন অশ্রুনদের নোনতা স্বাদ মেলে।
এক আকাশ নীল রঙ শুধু থাক আমারই তবে।
প্রেমরসে যে কবি খুঁজেছিলে তুমি
সে কবি হারিয়ে গেছে গাঢ় অন্ধকারে ছায়াদের মতো
উতফুল্ল জীবন স্রোতে গা ভাসিয়ে দিতে পারিনি বলে
আজও আমার কবিতায় নিদ্রাহীন অশ্রুনদের নোনতা স্বাদ মেলে।
হয়তো আরও কিছুটা বছর পর যখন ফিরে চাইব অতীত স্মৃতিগুচ্ছের দিকে
তখন জীবনের সাদা ক্যানভাসে লিখে যাব আমার মৃত্যু চাই,মৃত্যু চাই,মৃত্যু চাই,
আর চাই এক আকাশ নীল রঙ।
আর চাই এক আকাশ নীল রঙ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন