পায়ে পায়ে
কৃষ্ণেন্দু দাস ঠাকুর
এই যে,
মেঘ --বৃষ্টিতে ভাসায়
মাটি --আঁকড়ে ধরে
গাছ পাতাকে গর্ভবতীর মতো যত্ন নেয়
বাতাস তাকে স্বাদ দেয়
কিশোরীর চোখের মতো শাপলা ফুল।
নীল রঙের স্বপ্ন পুড়েও পালক
ছেড়ে যায় ডানা
আমি জানি। তুমিও জানো।তবু অজানা
জানালা বড়ো প্রিয়।দাগ পড়ে যায় রেখায়
ঘাস রেখে দাও বুকপকেটে
বাদামী খামের ঠিকানা ভিজে যাবে
একবার,পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন