সাঁতারের ওপার থেকে
অনুপম চক্রবর্তী
সব স্মৃতি সাধ্যে মেলানো যায় না
ক্ষতের গায়ে লুকিয়ে থাকে প্রবণতা ,
আমি তার চেনা দাগে বিকেল আঁকি ।
ক্ষতের গায়ে লুকিয়ে থাকে প্রবণতা ,
আমি তার চেনা দাগে বিকেল আঁকি ।
সমস্ত না পারার মুখোমুখি জেগে থাকে
সমস্ত প্রয়োজন বোধ -
জীবন আঁকি ফুরিয়ে যাওয়ার কৌশলে ।
সমস্ত প্রয়োজন বোধ -
জীবন আঁকি ফুরিয়ে যাওয়ার কৌশলে ।
সব আলো রাস্তা ভেজায় না
প্রকাশ্যে যেটুকু পাওয়া -
তারই মাঝে চরিত্র হারায় অন্ধকার ।
প্রকাশ্যে যেটুকু পাওয়া -
তারই মাঝে চরিত্র হারায় অন্ধকার ।
জলে পড়ে থাকে কিছু বে-কায়দা
কিছু সাঁতারের ওপার থেকে ,
নির্লিপ্ত উঠে আসে ।
কিছু সাঁতারের ওপার থেকে ,
নির্লিপ্ত উঠে আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন