নতুন বছর
আবদুস সালাম
মৃতময় বিশ্বাসের আঙিনায় রতিগলা ভোরের চোখ
উন্মাদনার তরঙ্গে মিশে যাচ্ছে কফিন বন্দী লাশ
আত্মনির্ভর ঘাসে শিহরিত তামাটে জীবন
কুয়াশার ভিতর নুইয়ে পড়ে ভাঙনের নীরবতা
শ্যাওলা মাখা ভবিষ্যত চেয়ে আছে ওপারে
কি পাবো না পাবো ভাবতে ভাবতে নীরবতা সিদ্দ হয়
কুয়াশার ফুল ঝরে যায়
খুলে পড়ে ব্যস্ত উপমার অভিনব উল্লাস
ভিন্ন উচ্চারণে প্রথিত হয় মুর্ছনার প্রাচীর
বেজে ওঠে অত্যাচারের বাজনা,
কাঁপে প্রতিবেশীর রঙমহল
অবধারিত সত্য হার মানে
ব্যতিক্রমী অভ্যাসে খেলা করে অলৌকিক চাঁদ
নতুন বছর আসে
ভাসে শপথের বন্যায়
উন্মাদনার তরঙ্গে মিশে যাচ্ছে কফিন বন্দী লাশ
আত্মনির্ভর ঘাসে শিহরিত তামাটে জীবন
কুয়াশার ভিতর নুইয়ে পড়ে ভাঙনের নীরবতা
শ্যাওলা মাখা ভবিষ্যত চেয়ে আছে ওপারে
কি পাবো না পাবো ভাবতে ভাবতে নীরবতা সিদ্দ হয়
কুয়াশার ফুল ঝরে যায়
খুলে পড়ে ব্যস্ত উপমার অভিনব উল্লাস
ভিন্ন উচ্চারণে প্রথিত হয় মুর্ছনার প্রাচীর
বেজে ওঠে অত্যাচারের বাজনা,
কাঁপে প্রতিবেশীর রঙমহল
অবধারিত সত্য হার মানে
ব্যতিক্রমী অভ্যাসে খেলা করে অলৌকিক চাঁদ
নতুন বছর আসে
ভাসে শপথের বন্যায়
মানবিক শপথের মঞ্চে গলা ফাটায় ইবলীসের দল
নিপীড়িত মানুষ দেখে ভিন্ন ভিন্ন হাহাকার ভিন্ন ভিন্ন রঙের তীব্র নীল স্রোত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন