অবহেলিত সেলাই
সায়ন্তনি হোড়
পুড়তে থাকা এসব
কাঁচা অনুভূতিদের গায়ে আজও লেগে থাকে
কিছু সূক্ষ্ম জলীয় নকশা ,
যাদের খুব গোপনে আমাদের অলিখিত সংসারের কাছে গচ্ছিত রাখি
কাঁচা অনুভূতিদের গায়ে আজও লেগে থাকে
কিছু সূক্ষ্ম জলীয় নকশা ,
যাদের খুব গোপনে আমাদের অলিখিত সংসারের কাছে গচ্ছিত রাখি
প্লিজ এভাবে ঠোঁট সেলাই করে রেখো না ,
মরচে পড়ে যাচ্ছে শব্দের উপর ।
দ্যাখো ! তোমার সবটুকু অবহেলার ঋণ শোধ
করে দিয়েছি ,
এই বিক্ষত আয়নার কাছে ।
গর্ভবতী হচ্ছে আকাশ । সূর্যের ভাঙা ভাঙা আলো ।
মরচে পড়ে যাচ্ছে শব্দের উপর ।
দ্যাখো ! তোমার সবটুকু অবহেলার ঋণ শোধ
করে দিয়েছি ,
এই বিক্ষত আয়নার কাছে ।
গর্ভবতী হচ্ছে আকাশ । সূর্যের ভাঙা ভাঙা আলো ।
তবুও এই ফাটল ধরতে থাকা আলোর মধ্যেও একটা ফুলের আত্মহত্যার গল্প খুঁজে পাওয়া সম্ভব ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন