বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
রবিবার, ১৭ মে, ২০২০
শুক্রবার, ৮ মে, ২০২০
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
কবিতা : সৌরভ বর্ধন
কবিতা : অনুশ্রীতা বিশ্বাস
কবিতা : দেবস্মিতা দাস
হিংস্র পোকামাকড়ের কামনার বলি হওয়া এক গোলাপ
আজও লাল হয়ে ফুটে আছে ।
দূর থেকে ভেসে আসে শিকারির জালে ফুলের প্রলাপ ।
এই বুঝি তার পালা এল ,
শিশিরসিক্ত উজ্জ্বল পাপড়ি এই বুঝি আঁধার
হয়ে শুকনো বৃন্তে মিলালো ।
ঐ আসে তার জীবনের কালো মেঘের আষাঢ় ।
কুঁড়িতে ধর্ষিত হওয়া আরও একটা ফুলের উপসংহারে ,
খুঁজে পাই ভূমিকা না হওয়া এক নিষ্পাপ বালিকারে ।
ঐ আসে তার জীবনের কালো মেঘের আষাঢ় ।
কুঁড়িতে ধর্ষিত হওয়া আরও একটা ফুলের উপসংহারে ,
খুঁজে পাই ভূমিকা না হওয়া এক নিষ্পাপ বালিকারে ।
কবিতা : অরুণাভ নিয়োগী
কবিতা : হামিদুল ইসলাম
বসন্তের ছোঁয়ায় পাততাড়ি গুণি এবেলা ওবেলা
নজরবন্দি পলাশ শিমূল
নৈঃশব্দের বাতাবরণ ভেঙে বেরিয়ে আসে এক মায়াবী মুখ
অস্থিরতা তার শরীর জুড়ে
তার চোখের কোণে স্নান সারে খরস্রোতা নদী ।।
অস্বচ্ছ ভাবনায় ভাঙি ছবির দেয়াল
আগুনে পোড়াই সমস্ত অনুভূতি
তবু দেখি তার অনর্থক ফেরার পথে আমার অসম্ভব ব্যাকুলতা
নিজের অস্তিত্ব অনুভব করি
এক বিশাল ময়াল মৃত্যুকোষ গিলে খায় নিরবধি ।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)