ফেনিল স্বপ্ন
রুনা দত্ত
কিছু এলোমেলো আদুরে মুহুর্ত
তোমার মতো আমার ও আছে।
যেখানে পায়রার বুকের মতো
নরম তুলতুলে উষ্ণতায় ওম নিতে নিতে
আমি মোমের মতো গলে গলে পড়ি ।
উষ্ণতায় আর্দ্রতায় জারিত হতে হতে
জাফরানি রঙের সুগন্ধী ছুঁয়ে
ভীষণভাবে নারী হয়ে উঠি ।
সব সীমারেখা অতিক্রম করে
মহব্বতের দিলদরিয়ায়
ফেনিল স্বপ্নের মতো ভেসে যেতে থাকি ।
তোমার মতো আমার ও আছে।
যেখানে পায়রার বুকের মতো
নরম তুলতুলে উষ্ণতায় ওম নিতে নিতে
আমি মোমের মতো গলে গলে পড়ি ।
উষ্ণতায় আর্দ্রতায় জারিত হতে হতে
জাফরানি রঙের সুগন্ধী ছুঁয়ে
ভীষণভাবে নারী হয়ে উঠি ।
সব সীমারেখা অতিক্রম করে
মহব্বতের দিলদরিয়ায়
ফেনিল স্বপ্নের মতো ভেসে যেতে থাকি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন