অন্ধকারে তুমি
বিমল মণ্ডল
বিমল মণ্ডল
অন্ধকারে ঠিক চিনতে পারিনি তোমায়
যা আমার শরীরের সমস্ত রঙ শুষেনিয়েছিলে
আমি তোমার শরীরের ক্ষত বুঝতে পারিনি
শুধু সংগ্রহ করেছি ভালোবাসা
তোমায় চিনতে পারিনি অন্ধকারে
তুমিও চিনতে পারোনি আমাকে
কেননা গাছেরা চিনেছে আমাকে
অন্ধকারে তুমি আমায় ফেলে যেওনা
আমি তোমাকে ঘিরে নতুন আলোতে বিভোর
অন্ধকারে তুমি আমায় চিনে নাও।
যা আমার শরীরের সমস্ত রঙ শুষেনিয়েছিলে
আমি তোমার শরীরের ক্ষত বুঝতে পারিনি
শুধু সংগ্রহ করেছি ভালোবাসা
তোমায় চিনতে পারিনি অন্ধকারে
তুমিও চিনতে পারোনি আমাকে
কেননা গাছেরা চিনেছে আমাকে
অন্ধকারে তুমি আমায় ফেলে যেওনা
আমি তোমাকে ঘিরে নতুন আলোতে বিভোর
অন্ধকারে তুমি আমায় চিনে নাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন