রবিবার, ২৮ জুলাই, ২০১৯



বোহেমিয়ান

শম্পা বিশ্বাস
বোহেমিয়ান ছুটে বেড়ায়
দিগন্তের দিকে একটি কুঁড়ে ঘর
মাত্র দুটি বাহু সম্বল তার
তার ভেতরে ধরে যায়
একগ্লাস ঠান্ডাজল ঠান্ডাজল
আকন্ঠ জুড়িয়ে যায়
আতর যে অাছে তারও
তাতে খুব ধুলো ততদিনে 
ঝেড়ে দিলে খুসবু ছড়াবে দিনেদিনে
খুসবু রঙের ফুল
বাগিচায় কতো কিছু করছে ভ্রমণ
জীবন - জীবনগুল 
আকাশ রাগ দেখালে চাতক হবে জল
আকাশে দশহরা 
পৃথিবী ভর্তি তখন
তার মাথায় দুর্লভ নাগমণি       ।


কোন মন্তব্য নেই: