সম্পাদকীয়
অযাচিত শব্দ মৌনে পাঠক ও লেখক যতক্ষণ নিজেকে তছনছ করবার চেষ্টায় থাকবে;সেই পূর্বক্ষণই যথার্থ পাঠক ও লেখক হবার পূর্ণতিথি।পাঠক এক লিঙ্গ-বৈষম্যিক আধার। তুমি বই পড়তে পারো, সমালোচনা করতে পারো,চক্রব্যূহের প্রতিটি অর্থ নির্নয় করে গ্রাফিক ইমেজ,লিরিক্যাল সিচুয়েশন মগজায়ন করতে পারো;তবে পাঠক প্রতিক্রিয়া সৃষ্টিও আবশ্যক। জলাশয়ের প্রতিটি হাইড্রোজেন ও অক্সিজেনকে পৃথক ভাবে চিহ্নিত করতে যতক্ষণ পারলে না; তুমি লেখকের গবাক্ষের রক্ষি মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন