গাছ
সুতনু হালদার
গাছের প্রসঙ্গে কিছু বললেই অমাবস্যার যৌক্তিকতা
সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন চলে আসে অথচ প্রশ্নরা
কখনোই নির্বান্ধব হয় না, যদি অমাবস্যার কথা
বলতে হয় তাহলে জ্যোৎস্নাগুলোর অবদান
কুয়াশার খুনসুটিতে মেতে ওঠে
যেমন প্রতিটা মানবজীবনে হয়ে থাকে...
গভীর বোধের মধ্যেও অমাবস্যার কিছুটা
নিকশ কালো অন্ধকার ঢাকা থাকতে পারে
তবে গাছের সালোকসংশ্লেষে তারা একান্তই বেমানান
আর বেমানান বলেই দিনের আলোতে
সেগুলো আড্ডা মারলেও
অভিযোজিত হতে চিরকাল সময় নেয়
সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন চলে আসে অথচ প্রশ্নরা
কখনোই নির্বান্ধব হয় না, যদি অমাবস্যার কথা
বলতে হয় তাহলে জ্যোৎস্নাগুলোর অবদান
কুয়াশার খুনসুটিতে মেতে ওঠে
যেমন প্রতিটা মানবজীবনে হয়ে থাকে...
গভীর বোধের মধ্যেও অমাবস্যার কিছুটা
নিকশ কালো অন্ধকার ঢাকা থাকতে পারে
তবে গাছের সালোকসংশ্লেষে তারা একান্তই বেমানান
আর বেমানান বলেই দিনের আলোতে
সেগুলো আড্ডা মারলেও
অভিযোজিত হতে চিরকাল সময় নেয়
ঘেরাটোপ
সুতনু হালদার
যে ঘনঘটা বুকের মধ্যে
অরণ্যের গর্জন তোলে
ক্ষণিকের মাধুকরী
নদীখাতের নিষিক্ত প্লাবনে
অনেক সময় সংসারী হয়
সভ্যতার আসল ইতিহাস
স্ফূটনাংক নির্ভরতায় বড্ড চপল!
মনের কৌশিক জল নিটোল বৃষ্টিকণার
আলিঙ্গনকে আজীবন সন্ধান করতে করতে
সবুজের হাহাকার চিনে ফ্যালে,
অরণ্যের নিজস্ব স্বরলিপি
ব্রহ্মচর্যের ঘেরাটোপে প্রতিবিম্বিত
অরণ্যের গর্জন তোলে
ক্ষণিকের মাধুকরী
নদীখাতের নিষিক্ত প্লাবনে
অনেক সময় সংসারী হয়
সভ্যতার আসল ইতিহাস
স্ফূটনাংক নির্ভরতায় বড্ড চপল!
মনের কৌশিক জল নিটোল বৃষ্টিকণার
আলিঙ্গনকে আজীবন সন্ধান করতে করতে
সবুজের হাহাকার চিনে ফ্যালে,
অরণ্যের নিজস্ব স্বরলিপি
ব্রহ্মচর্যের ঘেরাটোপে প্রতিবিম্বিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন